সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
রবিবার ০৫ অক্টোবর সকাল ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক এক ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং এরপর শুরু হয় প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যেই ঝড়ের তীব্রতায় বহু ঘরের টিনের চাল উড়ে যায় এবং অনেক দোকানপাট ভেঙে পড়ে।
ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, যার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কালীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছে।