21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে আরেকজন মারা গেছেন। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন তিনি। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান। পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য ফিরিয়ে নেন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...