26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

তাড়াইলে সবুজে ঘেরা স্বপ্নের উদ্যোগ মায়াবন নার্সারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি :
কিশোরগঞ্জের তাড়াইলে একটি শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে উপজেলা চত্বরে ‘মায়াবন নার্সারি’ গড়ে তুলেছেন আয়নাল পাগলা নামে পরিচিত পরিশ্রমী উদ্যোক্তা  আইনুল হক(৫০)।
এখানে পাওয়া যায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। স্থানীয় কৃষক ও গাছপ্রেমীরা নিয়মিত আসেন তাঁর নার্সারি থেকে চারা সংগ্রহ করতে। নিজের শ্রম, যত্ন ও আন্তরিকতায় আইনুল হক এখন এলাকার সফল নার্সারি উদ্যোক্তাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি বলেন, “গাছ লাগালে শুধু পরিবেশ নয়, মানুষও বাঁচে। আমার স্বপ্ন তাড়াইলের প্রতিটি ঘরে গাছ থাকবে।” সবুজের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই নার্সারিটি প্রতিষ্ঠা করেছেন।
স্থানীয় বৃক্ষপ্রেমী শিক্ষক কামাল আহমেদ জানান, আইনুল হকের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে গাছ লাগানোর আগ্রহ বেড়েছে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। উপজেলার একমাত্র এই মায়াবন নার্সারি সবুজে ঘিরে রেখেছে পুরো এলাকা।

 

 

 

উপজেলার বেলংকা গ্রামের বাসিন্দা মৃত হোসেন আলী’র ছেলে আয়নাল পাগলা জানান, বিগত দুই যুগ ধরে এই পেশায় নিজেকে জড়িয়ে রেখে এলাকায় নবায়নের উন্নয়নে নিজের ভূমিকা রাখছেন। পাশাপাশি গাছ বিক্রি করে লভ্যাংশ দিয়ে নিজের ৬জনের সংসারের ভরনপোষণ করছেন।
সরেজমিনে সোমবার (৬অক্টোবর) দুপুরে কথা হলে সদা হাস্যোজ্জ্বল আয়নাল পাগলা জানান,নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন এই মায়াবন নার্সারি। প্রতিদিন বাড়ি থেকে বিক্রয়যোগ্য বিভিন্ন জাতের চারা নিয়ে চলে আসেন উপজেলা চত্বরে। সারাদিন বিক্রি শেষে অবিকৃত চারাগুলো এখানেই রেখে যান।তিনি জানান,নিজের নার্সারি ছাড়াও মানুষের চাহিদা অনুযায়ী যে কোনও ধরনের চারা তিনি সরবরাহ করে থাকেন।
আয়নাল পাগলা জানান,আমার লক্ষ্য পুরো  তাড়াইল উপজেলা সবুজে ঘেরা থাকুক। নির্মল বাতাসে বেড়ে উঠুক পরবর্তী প্রজন্ম। এজন্য সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...