আহমেদাবাদের পর এবার দিল্লিতেও ভারতীয় ব্যাটারদের দাপট অব্যাহত। উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ৩১৮ রান করেছে স্বাগতিকরা। ওপেনার যশস্বী জয়সোয়াল খেলছেন ১৭৩ রানে অপরাজিত থেকে, হাঁটছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির পথে।
মাত্র ২৩ বছর ২৮৬ দিন বয়সেই টেস্টে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেছেন জয়সোয়াল। বয়স ২৪ হওয়ার আগে টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন কিংবদন্তির— স্যার ডন ব্রাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও স্যার গ্যারি সোবার্সের (৯)। জয়সোয়ালের সমান ৭ সেঞ্চুরি রয়েছে জাভেদ মিয়াদাঁদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের।
টসে জিতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন জয়সোয়াল। রাহুল ৩৮ রানে স্টাম্পড হয়ে ফেরার পর আর থামেননি তরুণ ওপেনার। সাই সুদর্শনের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৬০ রান। সুদর্শন দুর্দান্ত ব্যাট করেও ৮৭ রানে আউট হন।
১৪৫ বলে তিন অঙ্ক ছোঁয়া জয়সোয়াল দিনের শেষে অপরাজিত ১৭৩ রানে খেলছিলেন। তাঁর ইনিংসে ছিল শৈল্পিক স্ট্রোক, দৃঢ় মানসিকতা আর ধৈর্যের অনবদ্য সমন্বয়। বয়স ২৪ হওয়ার আগেই ৭ সেঞ্চুরি ও ৫টি দেড়শ ছাড়ানো ইনিংস— ভারতীয় ক্রিকেটে এটি এখন এক ইতিহাস।