24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায়  শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনী-২০২৫  অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে আজ  অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনী–২০২৫ 
এ পুনর্মিলনী উপলক্ষে এলাকায় ইতিমধ্যেই ভক্তদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গা পূজার মহোৎসব শেষে ভক্তদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিবছরই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ দিন ভক্তরা একত্রিত হয়ে মা দুর্গার প্রতি প্রার্থনা, ভক্তিগীতি, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী প্রবীর কুমার বিশ্বাস জানান সম্প্রীতির উপজেলা আলফাডাঙ্গা ৪৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলার কোন মন্দিরে কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। এবং সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল মন্দিরের প্রতিমা বিসর্জন হয়েছে।
অনুষ্ঠানে  বাবু প্রকাশ কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন  বাবু মানবেন্দ্র সাহা, বাবু  শৈলেন বিশ্বাস,বাবু মনোরঞ্জন সরকার, বাবু হিটান্ত কুমার ঘোষ,বাবু অরবিন্দু মৃধা সহ প্রমুখ।
ধর্মীয় সংগীত ও আলোচনার শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট জানিয়েছেন, সকল ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় ও শুভানুধ্যায়ীদের এই পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ  জানানো হয়েছে।
এই পুনর্মিলনী অনুষ্ঠানটি ধর্মীয় ভক্তি, সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক মিলনের এক অনন্য উদাহরণ হিসেবে আলফাডাঙ্গা অঞ্চলে বিশেষ তাৎপর্য বহন করে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...