24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

সিরাজগঞ্জে ভিক্ষুকের দুই বস্তা টাকা উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জলিলুর রহমান জনি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছিলেন। গত বৃহস্পতিবার  দুপুরে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুল মাঠে স্থানীয়রা সেই টাকা গুনতে বসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালেয়া বেগম দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলের পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। তাকে কখনো নিজের প্রয়োজনেও অর্থ খরচ করতে দেখা যায়নি।
তার একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন জানান, “মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে দুই বস্তা টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।”
সালেয়া বেগমের জামাতা, মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম বলেন, “শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি তাকে চিকিৎসার কথা বলেছিলাম, কিন্তু তিনি কখনো বলেননি তার কাছে এত টাকা আছে। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচ থেকে টাকা বের করেছে। এখন সবাই মিলে গুনছে।”
স্থানীয় যুবক শাহিন বলেন, “আমি চা খাচ্ছিলাম, তখন দেখি রিকশায় করে দুই বস্তা টাকা আনা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ জানত না তার কাছে এত টাকা আছে। আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।”
এদিকে টাকা গোনার কাজ এখনো চলমান থাকায় সঠিক অঙ্ক জানা যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...