পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চ কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) রাতে শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সমাপনী বক্তব্যে তিনি বলেন, “এর আগেও এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ চলে গেছে, এবারও তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “যখন কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই বাধা দেওয়া হয়। কিন্তু পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম চলবে না।”
এর আগে চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদে এনসিপি জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়।