বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম ভরসা মারুফা আক্তার এখন বিশ্বজুড়ে পরিচিত নাম। নারী বিশ্বকাপে দুর্দান্ত সুইং বোলিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে।
এখন কিছুটা ইংরেজিও বলতে পারেন তিনি। তাঁর ইংলিশ শেখার গুরু কোচ নাসিরউদ্দিন ফারুক। কোচের নির্দেশ—‘বিশ্ব তোমাকে চেনে, অনুশীলনের সময় কথা বলবে ইংলিশে।’ মারুফাও চেষ্টা করছেন, কোচও ইংরেজিতেই উত্তর দেন।
নীলফামারীর সৈয়দপুরের দরিদ্র কৃষক পরিবারের এই মেয়ে জীবনের কষ্টকে পাথেয় করে গড়ে তুলেছেন নিজের সাফল্য। ছোটবেলায় ঈদে নতুন জামা পর্যন্ত জোটেনি, সমাজে অবহেলাও ছিল প্রচুর। কিন্তু সেই মারুফাই এখন পুরস্কার মঞ্চে উঠে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এখন আমি যেভাবে পরিবারকে সাপোর্ট করছি, অনেক ছেলেও হয়তো সেভাবে পারে না। এটি অন্যরকম একটা শান্তি।”
২৩ নভেম্বর নারী আইপিএলের নিলামেও তিনি আকর্ষণের কেন্দ্রে থাকবেন বলে আশা করা হচ্ছে। নারী বিশ্বকাপে তিন ম্যাচে ৫ উইকেট শিকার করে তিনি ইতিমধ্যে সবার নজর কেড়েছেন।