21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ঈমান আলী, চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী জেলা শাখার সভাপতি মেহেরুল্লাহ মুন্সি, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬-৭মাসে ধরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত রৌমারী উপজেলার চরশৌলমারী, বন্দবেড় ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের প্রায় এক কিলোমিটার প্রস্থ ও দৈর্ঘ্যে ৬ কিলোমিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে করে তিন ইউনিয়নের প্রায় দু’হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়াও কৃষি জমি প্রায় আড়াই হাজার একরের বেশি বিলিন হয়ে গেছে। এতে মানবেতর জীবন যাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে দ্রুত ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিবালয়ের উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানান বক্তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...