21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৭২ ঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ রুবেল মিয়ার তৃতীয় শ্রেণি পড়ুয়া জাকিয়া খাতুন (৯) মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত বিষয়টি করেন।
অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...