21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।
রোববার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে কুড়িগ্রাম জেলার উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন, ‘আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর দীর্ঘ ৩৫ বছর যাবত এ বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রটি স্থানান্তরে ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না।’

 

ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, ‘বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।’ সফিকুল ইসলাম বলেন, ‘এ প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতরাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখতে উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
মানববন্ধন শেষে পরে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...