রাহুল কুমার মৃধা (ফরিদপুর জেলা প্রতিনিধি,)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের (বর্তমান কুমোর কান্দা) নান্নু মোল্লার ছোট ভাই রিয়াজুল মোল্লা(৩০) আজ শনিবার বিকেল ৫.৩০ টার দিকে ভাটিয়াপাড়া রেল সেতুর কালনা প্রান্তে অশোক ডাক্তারের বাড়ীর পাশে ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে রিয়াজুল মোল্যা রেল সেতুর পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রেন আসার পর অসাবধানতাবশত তিনি দুর্ঘটনার শিকার হন। তার শরীর দুমড়েমুচড়ে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। তবে সঠিক কারন এখনো জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।