দেশের আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন। তাঁর নতুন স্বামীর নাম মো. সিদ্দিক।
রোববার দিবাগত রাতে (১৩ অক্টোবর) সিদ্দিক নিজের ফেসবুক পেজে স্ত্রীসহ কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন,
“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”
অন্যদিকে, তনি নিজের পোস্টে লিখেছেন,
“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”
ফেসবুকে প্রকাশিত এই পোস্টগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁর সঙ্গে তনির বয়সের ব্যবধান এবং সামাজিক আলোচনাগুলো সেই সময় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তনি শাহাদাৎকে বিয়ে করেছিলেন। পারিবারিক অনীহার পরও পরবর্তীতে বিষয়টি মেনে নেয় উভয় পরিবার।
নতুন বিয়ে নিয়ে তনি বা সিদ্দিক কেউই এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।