18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ফাইনালে সাকিবের ঝড়ো ব্যাটিং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
 কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টের ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তাঁর বিস্ফোরক ইনিংসও শিরোপা এনে দিতে পারেনি মন্ট্রিল রয়্যাল টাইগার্সকে। ফাইনালে ব্রাম্পটন ব্লিটজের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে রানার্সআপ হয় সাকিবের দল।
রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারে ৬৯ রানে অলআউট হয় মন্ট্রিল। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে—মাত্র ১২ বলে ২৯ রান, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ওপেনার দিলপ্রিত সিং ৮ বলে করেন ১৮ রান। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
জবাবে ৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি ব্রাম্পটন ব্লিটজের। মার্টিন গাপটিলের ১৩ বলে ২৩ এবং জেমস ভিন্সের ১৬ বলে ৩৪ রানের দুটি ঝোড়ো ইনিংসে ভর করে মাত্র ৫.৪ ওভারেই জয় নিশ্চিত করে তারা।
শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা উৎসবে মাতে ব্রাম্পটন ব্লিটজ।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...