26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

নরওয়েতে ভেনেজুয়েলার দূতাবাস বন্ধ ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় শান্তিতে নোবেলজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর স্বীকৃতির দুই দিন পরই নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে নিকোলাস মাদুরোর সরকার। শুক্রবার অসলোতে মাচাদোর নোবেল জয় ঘোষণা হয়, আর সোমবারই মাদুরো প্রশাসন জানায়, ‘বৈদেশিক সেবা পুনর্গঠনের অংশ হিসেবে’ নরওয়ে দূতাবাস বন্ধ করা হচ্ছে।
যদিও সরকারি বিবৃতিতে নোবেল পুরস্কারের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে, আন্তর্জাতিক মহল বিষয়টিকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ভিন্ন মত থাকা সত্ত্বেও তারা ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়।
উল্লেখ্য, ২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। গত বছর নির্বাচনের আগে বিরোধী জোটের প্রার্থী ছিলেন মাচাদো, কিন্তু মাদুরো প্রশাসন তাঁর প্রার্থিতা বাতিল করে দেয়। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি, বর্তমানে সরকারের রোষানলে পড়ে আত্মগোপনে রয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...