আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর হয়রানি ও দেরি রোধে এবার থেকে অনলাইনে সরাসরি কারাগারে জামিননামা পাঠানো হবে। আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে এ উদ্যোগ চালু হচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
“আসামিকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেগুলোর অনেক জায়গায় টাকাও খরচ হয় ও হয়রানি সহ্য করতে হয়। এখন থেকে এক ক্লিকেই আদালতের রায় অনুযায়ী জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।”
তিনি আরও জানান, এই ডিজিটাল উদ্যোগটি আইন মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
এ সময় ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গঠন করা হবে। পাশাপাশি বিচার বিভাগ সচিবালয় আইন, গুম আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এবারের ইন্টার্নশিপ প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ২৫ জন অংশ নিয়েছেন। ছয় মাস মেয়াদী এ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।