- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক
মাদাগাস্কারে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সেনাবাহিনীর এক কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদাগাস্কারের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট রাজোয়েলিনার অভিশংসনের পক্ষে ভোট হয়। মোট ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে ভোট দেন। তবে এ ভোটকে রাজোয়েলিনা “অসাংবিধানিক” বলে দাবি করেন।
তিনি সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “জাতীয় পরিষদ ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছিল, তাই এই ভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।”
কিন্তু এর অল্প সময় পরেই সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে। বর্তমানে রাজধানী আন্তানানারিভোর কৌশলগত স্থাপনাগুলো সেনারা নিয়ন্ত্রণে নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

