21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ঢাকায় শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে কুড়িগ্রামে কর্মবিরতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে সারাদেশের মত কুড়িগ্রাম জেলাজুড়ে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) কুড়িগ্রাম জেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় সকাল থেকে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
সকাল থেকে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। বক্তারা বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছেন, অথচ তাদের ওপর নির্যাতন করা লজ্জাজনক ও অমানবিক। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুড়িগ্রাম জেলা শিক্ষক সমিতির নেতারা জানান, শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দ্রুত বাস্তবায়নসহ শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকব।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় জানতে পেয়েছি, এ বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। আমরা চাই তারা ক্লাস নিবেন, সরকার সময় মত যতটা পারেন তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেবেন।
কর্মবিরতির কারণে কুড়িগ্রাম জেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা গেছে। তারা বলেন, সরকার শিক্ষকদের দাবি পূরণ করে আমাদের পাঠদানের ব্যবস্থা করে দেবেন বলে আমরা আশাবাদী। আমার ক্লাসে ফিরে যেতে চাই পাঠদান করাতে চাই।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...