রাজধানীর কলাবাগানে ঘটেছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। স্ত্রী তাছলিমাকে নির্মমভাবে খুন করে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখেছেন স্বামী নজরুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা—স্ত্রীর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
কলাবাগান থানার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম জানিয়েছেন, নিহত তাছলিমার ভাই নাঈম হোসেন বাদী হয়ে সোমবার রাতেই মামলা (নম্বর-৩) করেছেন। মামলার একমাত্র আসামি নিহতের স্বামী নজরুল ইসলাম।
তদন্ত কর্মকর্তার ভাষায়, “পরকীয়ার সন্দেহ ও সম্পত্তি নিয়ে দাম্পত্য কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নজরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নিহত তাছলিমার ভাই নাঈম জানান, “আমার বোনের কোনো খোঁজ না পেয়ে পুলিশ নিয়ে বাসায় যাই। দরজায় তালা ছিল। তালা ভেঙে ঢোকার পর ফ্রিজ খুলতেই আমার বোনের জামাকাপড় দেখি। পরে বুঝতে পারি—ওকে মেরে ফ্রিজে রেখেছে নজরুল।”
পুলিশ বলছে, নজরুল তাছলিমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। এরপর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে সন্তানদের ফুফুর বাসায় পৌঁছে পালিয়ে যান তিনি।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির বলেন, “স্বামীর সম্পত্তির লোভ ও পরকীয়ার সন্দেহই হত্যার মূল কারণ হতে পারে। নজরুলকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।”
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম আগে ব্যবসা করতেন। আদাবরে তার একটি বাড়ি ছিল, যা বিক্রি করে ব্যাংকে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট করেন। বিলাসবহুল জীবনযাপন করলেও স্ত্রী তাছলিমার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জেদ থেকেই এমন ভয়াবহ পরিণতি ডেকে এনেছেন তিনি।