মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সামরিক বিদ্রোহ ও তরুণদের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। সোমবার গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। তবে পদত্যাগের ঘোষণা দেননি। সেনারা রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে নেওয়ায় তাঁর ভাষণ সম্প্রচার করা সম্ভব হয়নি, পরে তা ফেসবুকে প্রচার করা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে ‘জেন-জি মাদাগাস্কার’ নামে পরিচিত তরুণ প্রজন্ম দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। শনিবার একটি অভিজাত সামরিক ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে সংকট তীব্র আকার ধারণ করে। রাজোয়েলিনার পালিয়ে যাওয়ার ঘটনায় দেশে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।