| Your Ads Here 100x100 |
|---|
ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোল্লা (৩৫) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্লা সালথা উপজেলার কানাইর গ্রামের বাসিন্দা ছাদেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরুয়াকান্দি গ্রামের ইলিয়াস মাতুব্বরের (৪৫) বাড়িতে নতুন ভবনের নির্মাণ কাজ চলছিল। এ সময় মটরের বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর ৩টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সালথা থানার পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
নিহত ফারুক মোল্লার কানাইর গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে চারিপাশ ভারি হয়ে যায়।
রাহুল কুমার মৃধা (ফরিদপুর জেলা প্রতিনিধি)

