22 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

“এখন জোর করে হবে না, মিডিয়া অনেক স্ট্রং”—বাবরের বক্তব্যে আলোচনায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
চাকরিপ্রার্থীদের উদ্দেশে দেওয়া বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বলেন,
“আগে যেমন জোর করে, ধাক্কাইয়া করতে পারছি, এখন পারবো না। এখন মিডিয়া অনেক স্ট্রং। নিজের যোগ্যতায় রিটেন পাস ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে। তারপর ভাইভাতে আমি ইনশাআল্লাহ সাহায্য করবো। আপনাদের সেই জায়গাটায় তো আগে যেতে হবে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বাবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমাদের নেতাকর্মীদের নিয়ে একটি ঘরোয়া বৈঠকে তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন, যেন তারা ভালোভাবে প্রস্তুতি নেয়। আগের মতো চাকরি পাওয়া এখন সহজ নয়—এই কথাটাই তিনি বলেছেন। কেউ হয়তো বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি গত জুলাই–আগস্ট মাসের কোনো এক সময়ে নেত্রকোনার মোহনগঞ্জের একটি মাদরাসায় অনুষ্ঠিত ঘরোয়া সভার। সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...