22 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

সিরাজগঞ্জে গণভোটের দাবিতে জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
জলিলুর রহমান জনি,

 সিরাজগঞ্জ প্রতিনিধি





সিরাজগঞ্জ শহরের সকালটা সেদিন অন্যরকম ছিল। অক্টোবরের হালকা রোদে হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন নানা বয়সের মানুষ।
ব্যানারে লেখা— “গণভোট চাই, জনগণের অধিকার চাই।”
১৫ অক্টোবর বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৫ দফা দাবিতে— যার মূল দাবি ছিল পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত গ্রহণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম, জেলা সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন, সদর থানা নায়েবে আমির আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়নের আমির মাওলানা নজরুল ইসলাম ও বাগবাটি ইউনিয়নের আমির মাওলানা সানোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন—“পি.আর. পদ্ধতি বাস্তবায়ন হলে সংসদে প্রতিটি ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। এটাই প্রকৃত গণতন্ত্রের রূপ।”
পি.আর. বা Proportional Representation হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে প্রতিটি দলের সংসদীয় আসন নির্ধারিত হয় তারা কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে।জামায়াতে ইসলামী মনে করে, এই পদ্ধতিতে ছোট দলগুলোও প্রতিনিধিত্ব পাবে এবং “জনগণের ইচ্ছাই হবে সংসদের প্রতিফলন।”
সকাল ১০টার পর থেকেই শহরের সড়কে জড়ো হন নেতাকর্মীরা।হাতে ব্যানার, গলায় দলীয় স্কার্ফ, মুখে স্লোগান—“ভোটের মূল্য ফেরাও, জনগণের মতামত জানাও।”
সাধারণ পথচারীরাও থেমে দেখছিলেন এ শান্তিপূর্ণ আয়োজন।
এক তরুণ কর্মী বললেন আমরা পরিবর্তন চাই, সংঘাত নয়। গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করুক তারা কী চায়।
 দাবির ৫ দফা সংক্ষেপে-জুলাই জাতীয় সনদে পি.আর. পদ্ধতি অন্তর্ভুক্তি-গণভোটের মাধ্যমে নির্বাচন আয়োজন-জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা-ন্যায্য রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ-গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ
বাংলাদেশে পি.আর. পদ্ধতি নিয়ে আলোচনা অনেক পুরনো, কিন্তু বাস্তবে এ পদ্ধতিকে দাবির পর্যায়ে তুলেছে খুব কম দল।জামায়াতে ইসলামী এবার সেই দাবি নতুন করে তুলেছে— গণভোটের প্রস্তাবসহ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি গণতন্ত্রে “সংখ্যার আধিপত্য ভেঙে প্রতিনিধিত্বের ভারসাম্য আনার ভাবনা।
অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম বলেন প্রতিটি ভোটারের কণ্ঠ সংসদে প্রতিধ্বনিত হোক— এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে নেমেছি।
জেলা সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন যোগ করেন এই দাবি কেবল দলের নয়, পুরো জাতির জন্য। জনগণের ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে গণভোটই শ্রেষ্ঠ পথ।
মানববন্ধন শেষে কর্মীরা ছড়িয়পড়েন শহরের রাস্তায়।
কেউ পোস্টার গুটাচ্ছেন, কেউ ব্যানার ভাঁজ করছেন, তবু সবার চোখে একই আলোর ঝলক—
পরিবর্তনের স্বপ্ন।
সিরাজগঞ্জের এই সকালটি যেন একটি প্রতীক হয়ে রইল গণতন্ত্রের প্রাণ হলো জনগণের কণ্ঠ। আর সেই কণ্ঠকে জাগিয়ে তুলতেই এই আহ্বান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...