20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ‌‘ফ্যাসিস্টের দোসর’ ও মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। নতুন কমিটিতে দ্রুত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেণিবিন্যাস করার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. নৈমুদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. মোনাব আলী মেম্বার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুল মালেকসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় ঘরছাড়া ছিলাম, আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপির নেতা। খুব দুঃখ হয়। যারা মাদক ব্যবসায়ী, তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সেই সঙ্গে তারা ৪ দফা দাবি জানান। সেগুলো হলো—
১. যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল গণি ও ২ নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেক সহ মোট পাঁচ (৫) জনকে স্বাক্ষর ক্ষমতা (সাইনিং পাওয়ার) দেওয়া।
২. রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, পেশাগত যোগ্যতা ও ব্যক্তিকেন্দ্রিক গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে নতুনভাবে পদবিন্যাস করা।
৩. বিগত দিনে হামলা, মামলা ও নির্যাতনে শিকার বিএনপির আদর্শপুষ্ট বাদ পড়া নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা।
৪. বিতর্কিত ব্যক্তি যেমন, মাদক ব্যবসায়ী, মাদক মামলার আসামি, ছিনতাইকারী সহ পদধারী ‘ফ্যাসিস্টদের’ কমিটি থেকে সাময়িক ভাবে অন্তর্ভুক্ত না করার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...