মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের নেতৃত্বে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি বেশ সাড়া ফেলেছে। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ সুখের কথা শুনছেন এবং বিএনপি’র ৩১ দফা পৌঁছে দিচ্ছেন।
বুধবার (১৪ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ জমির। এর আগে, গত রবিবার পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে আনুষ্ঠানিক সূচনা করেন ‘ঘরে ঘর জনে জনে ‘ কর্মসূচির।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নে ১৯টি টিম বিএনপির ৩১ দফা পরিকল্পনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য অঙ্গীকারগুলো তুলে ধরছেন জনগণের সামনে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
এ বিষয়ে ব্যারিস্টার নওশাদ বলেন, ‘গত ১৭ বছর আমরা সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারিনি। এবার ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো জানছি এবং আমাদের কর্মসূচি তাদের সামনে তুলে ধরছি।