21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করলেন ইউনূস ও বিএনপি-জামায়াত নেতারা, অনুপস্থিত এনসিপি ও ৪ বাম দল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা।
তবে অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)বাম ধারার চারটি রাজনৈতিক দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত নেতারা তাকে স্বাগত জানান।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তাদের কেউ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি। তিনি বলেন, “আমরা আগেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছি—আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এখনই এনসিপি সনদে স্বাক্ষর করবে না।”
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, আইনি নিশ্চয়তা ও সংশোধিত খসড়া না পাওয়া পর্যন্ত তারা সনদে সই করবে না।
একইভাবে, বাম ধারার চার দলও বৃহস্পতিবারই জানিয়েছিল যে, সংশোধিত খসড়া হাতে না পাওয়া পর্যন্ত তারা সনদে অংশ নেবে না।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সংশোধন ও আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে সই করা হবে না।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...