- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছে তিন বোন।
একসঙ্গে তিনজনের পরীক্ষা দেওয়া ও সফলভাবে উত্তীর্ণ হওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বোনই সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নেয়।
তিন বোন হলেন—সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।
জানা গেছে, তিন বোনের জন্ম সৌদি আরবে, যেখানে তাদের বাবা দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন।
২০১০ সালে মক্কা থেকে দেশে ফিরে এসে শফিকুল ইসলাম সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেন।
প্রথম শ্রেণি থেকেই একই স্কুলে ভর্তি হয়ে একসঙ্গেই শিক্ষা জীবন শুরু করে তারা।
এরপর প্রাথমিক, জেএসসি ও এসএসসি—সব পরীক্ষায় তারা একসঙ্গে অংশ নিয়ে ভালো ফলাফল করেছে।
তাদের বাবা শফিকুল ইসলাম বলেন,
“প্রথম শ্রেণি থেকেই মেয়েরা একসঙ্গে পড়াশোনা করছে। এবারও তারা সন্তোষজনক ফলাফল করেছে।
আমার একটাই স্বপ্ন—তারা যেন উচ্চশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে।”

