| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের অন্যতম খ্যাতিমান পদার্থবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং আর নেই।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ১৮ অক্টোবর (শুক্রবার) স্থানীয় সময় বেইজিংয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।
১৯২২ সালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হেফেই শহরে জন্মগ্রহণ করেন চেন নিং ইয়াং।
তিনি ছিলেন একজন চীনা-আমেরিকান পদার্থবিদ, যিনি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং সিমেট্রি পার্টিকল ফিজিক্স–এর তাত্ত্বিক ভিত্তি নিয়ে গবেষণায় বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
১৯৪০-এর দশকে ইয়াং উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পরে সেখানে শিক্ষকতা শুরু করেন।
১৯৫৭ সালে তিনি সহকর্মী সুং-দাও লি–র সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
তাদের গবেষণা পারমাণবিক ও মৌলিক কণার আচরণ নিয়ে প্রচলিত ধারণা বদলে দেয়—যা পরবর্তীতে আধুনিক পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে।
চেন নিং ইয়াং ও মার্কিন পদার্থবিদ রবার্ট মিলস যৌথভাবে প্রবর্তন করেন ইয়াং–মিলস গেজ থিওরি।
এই তত্ত্ব বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানের সবচেয়ে প্রভাবশালী তত্ত্বগুলোর একটি হিসেবে বিবেচিত হয়, যা আধুনিক স্ট্যান্ডার্ড মডেল অব পার্টিকল ফিজিক্স–এর ভিত্তি গড়ে তোলে।
দীর্ঘ একাডেমিক জীবন শেষে ইয়াং চীনে ফিরে আসেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে,
“চেন নিং ইয়াং শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন আধুনিক চীনের বৈজ্ঞানিক পুনর্জাগরণের প্রতীক। তিনি প্রতিভা বিকাশ, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অসামান্য অবদান রেখেছেন।”

