ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আগুন লাগার সময় ও প্রাথমিক তৎপরতা
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে। দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং ২টা ৩৪ মিনিটে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পর্যায়ক্রমে মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন,
“আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে, আরও ৮টি ইউনিট রওনা হয়েছে। নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।”
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ শুরু করে।
“সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে,” বলেন তিনি।
আইএসপিআর জানিয়েছে, অগ্নিনির্বাপণে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিটও অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
এক প্রত্যক্ষদর্শী জানান,
“প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে কার্গো ভিলেজের অন্য অংশে। আগুন দাউ দাউ করে জ্বলছে।”
ক্ষয়ক্ষতি ও তদন্ত
এএফএম ট্রেড ইন্টারন্যাশনাল–এর কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন বলেন,
“দুপুর ১২টার দিকে আমদানিকৃত পণ্য কার্গো ভিলেজে রাখা হয়েছিল। সবকিছু পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান,
“আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”