১৮ অক্টোবর—এই তারিখটি আইয়ুব বাচ্চুর ভক্ত-শ্রোতাদের কাছে এক গভীর শোক ও স্মৃতিচারণের দিন। কিংবদন্তি এই রক তারকার সুর আজও অনুরণিত হয় কোটি শ্রোতার মনে, তবুও তাঁর না থাকাটা এখনো বেদনাবিধুর বাস্তবতা।
২০১৮ সালের এই দিনে আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যু পুরো জাতিকেই স্তব্ধ করে দিয়েছিল। সময় গড়িয়ে গেলেও অনুরাগীরা এখনো তাঁর বিদায় সহজভাবে মেনে নিতে পারেননি। তবে সত্যি যেমন, শিল্পীর মৃত্যু নেই—সৃষ্টির মধ্য দিয়েই তিনি বেঁচে থাকেন চিরকাল। আইয়ুব বাচ্চুও বেঁচে আছেন তাঁর অনবদ্য গানে, যা আজও হৃদয়ে কড়া নাড়ে। বহু বছর আগে তিনি যেন ভবিষ্যদ্বাণীই করেছিলেন— “আমি গানে গানে আসব ফিরে, কানে কানে… আমি আসব তোমার, ঠিক সবখানে।”