ওয়ানডে অভিষেকেই অর্ধশতকের দোরগোড়ায় ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু রোস্টন চেসের বলে স্লগ সুইপে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বোল্ড হন তিনি। ৭৬ বলে ৪৬ রানে থামে উইকেটরক্ষক-ব্যাটারের ইনিংস। অভিষেকেই ফিফটি হাতছোঁয়া দূরত্বে থেকে আক্ষেপে ফিরলেন এই তরুণ।
অঙ্কনের মতোই ধীরগতির ব্যাটিংয়ে হতাশ করেছে পুরো দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ কোনো রকমে দুই শ’ রান ছুঁয়েছে। তাওহিদ হৃদয়ের ৯০ বলে ৫১ রানে ভর করে ইনিংস গুটিয়ে যায় ২০৭ রানে।
শুরুটা ছিল আরও করুণ। ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলীয় মাত্র ৮ রানে বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও হৃদয়ের জুটিতে কিছুটা প্রতিরোধ এলেও রান ওঠে ধীর গতিতে—১২০ বল খেলে মাত্র ৭১ রানের পার্টনারশিপ। শান্ত ফিরেছেন ৩২ রানে।
বাংলাদেশ ৩০ ওভারে দলীয় শতক স্পর্শ করে। শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসই দলকে দুই শ’ পার করায়। তার ইনিংসে ছিল দুই ছক্কা ও এক চার।
ক্যারিবীয়দের হয়ে সবচেয়ে সফল ছিলেন জেইডন সিলস, নেন তিনটি উইকেট।