18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

আফগানদের ‘অকৃতজ্ঞ’ বললেন আফ্রিদি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাকিস্তানি বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর ভাষায়, আফগানিস্তান পাকিস্তানের উপকার ভুলে ‘অকৃতজ্ঞতার’ পরিচয় দিয়েছে এবং সীমান্তে ‘প্রকাশ্য আগ্রাসন’ চালাচ্ছে।
পাকিস্তানের পাকতিকা প্রদেশে সাম্প্রতিক বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হন। এসিবি এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিবাদস্বরূপ পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
ঘটনার পর নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আফ্রিদি লিখেছেন,
“পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আফগানিস্তান এসব উপকার ভুলে এখন সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে। আমাদের সেনারা কেবল এরই জবাব দিয়েছে।”
তিনি আরও বলেন,
“আফগানিস্তানের ভাবা উচিত, তারা যেন এমন কোনো দেশের হাতে খেলনা না হয়, যে দেশ পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে।”
অন্যদিকে আফগানিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ালেও তা বাতিল হচ্ছে না বলে জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনে বদ্ধপরিকর এবং আফগানিস্তানের বিকল্প হিসেবে অন্য দেশের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে।
উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর থেকে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...