অস্ট্রেলিয়ার মেলবোর্নের ৯৩ বছর বয়সী জন লেভিন আবারও প্রমাণ করেছেন, বয়স কখনোই শুধু একটি সংখ্যা নয়। ৫৬ বছরের ছোট স্ত্রী ইয়াংইং লুর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন যেমন সুখের, তেমনি নবীনও বটে। এ বছর ফেব্রুয়ারিতে দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান—গ্যাবি। গ্যাবির ২১তম জন্মদিন পর্যন্ত বেঁচে থাকার এবং আরও একবার সন্তানের পিতা হওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন জন।
জনের জীবনের গল্প যেন এক অনুপ্রেরণার কাহিনি। বয়স ৯৩ হলেও তাঁর উদ্যম, সতেজতা ও ইতিবাচক মানসিকতা এখনো তরুণদের মতো। দম্পতির মোট চার সন্তান—জ্যেষ্ঠা অ্যাশলির বয়স ৬২ বছর, কনিষ্ঠা সামান্থা ৬০। বড় ছেলে গ্রেগ ২০২৪ সালে অসুস্থতায় মারা যান। একই বছর জন্ম নেয় ছোট ছেলে গ্যাবি।
১১ জন নাতি-নাতনি থাকা সত্ত্বেও জনের নতুন সন্তানের আগমন তাঁর জীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। অনেকেই লুকে গ্যাবির মা নয়, বরং দাদির জায়গায় ভেবে ভুল করেন। কিন্তু লু গর্বের সঙ্গে জানান, ‘‘হ্যাঁ, আমি গ্যাবির মা এবং জন আমার স্বামী।’’
জন জানিয়েছেন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মাধ্যমে পুত্রসন্তান লাভ করেছেন তাঁরা। তাঁর ‘চিরতরুণ’ থাকার রহস্যও জানিয়েছেন তিনি—নিয়মিত শরীরচর্চা, মদ ও তামাক থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং প্রয়োজনীয় হরমোন থেরাপি।