গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে শিগগিরই গণহত্যা, অগ্নিসংযোগ ও গুপ্তহত্যার মতো ঘটনা ঘটাতে পারে এবং মানুষের কাছে ক্ষমা পাওয়া সম্ভব হবে না। রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লিখেন,
“আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান—বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা।”
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন বানচাল করা গেলে দেশ আবারও ‘১/১১’র মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে এবং এতে শেখ হাসিনার নির্দেশে ক্ষমতাসীন দল অগ্নিসংযোগের পথ বেছে নেবে ও “গুপ্তহত্যা” শুরু করবে—এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রাশেদ খান সবাইকে সতর্ক করে বলেন,
“ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন।”
তিনি আরও অভিমত ব্যক্ত করেন যে, দেশের ভেতরে বিভক্তি উসকানি দিয়ে কোনোভাবেই আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আসতে দেওয়া উচিত নয়, কারণ সেটি দেশের সার্বভৌমতা ও স্বাধীনতার জন্য ঝুঁকিস্বরূপ হবে।