19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

আজ থেকে মেট্রোরেল চলবে ১ ঘণ্টা বেশি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া বাকি সব দিনেই মেট্রোরেল নির্ধারিত সময়ের চেয়ে আগে শুরু হবে এবং পরে শেষ হবে।
আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। অপরদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে
শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরের শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন,
“আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। এতে ট্রিপের সংখ্যাও বেড়েছে। আগে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন তা বেড়ে ২৪৩টি হয়েছে।”
এর ফলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং অফিস–আদালতের ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে সংস্থাটি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...