আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী পাকা সড়ক থেকে এসব মাদকসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সিএনজি আসলে পুলিশ থামানোর সংকেত দেয়। সিএনজি থামানোর পর মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক ব্যবসায়ী নুর আলম (৩৫) পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পাটের বস্তায় স্কচটেপ, পলিথিন ও সুতলিতে মোড়ানো অবস্থায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক আরও সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।