26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনিতে গিয়ে প্রেমঘটিত কারণে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত ছাত্রী বারজিস শাবনাম বর্ষা (১৯) — জানিয়েছেন বংশাল থানা পুলিশের একটি সূত্র।
৯ বছরের প্রেমের পর সম্পর্ক ভাঙন, এরপর হত্যাকাণ্ড
পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষার্থী বর্ষা জোবায়েদকে পছন্দ করতেন। এই বিষয়টি জানতে পারে তার দীর্ঘ ৯ বছরের প্রেমিক মাহির রহমান (১৯), যিনি রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ত বিভাগে পড়েন। বর্ষা জোবায়েদকে পছন্দ করায় মাহিরের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।
এতে ক্ষিপ্ত হয়ে মাহিরই জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মাহিরের বাড়িও বর্ষারই এলাকার, পুরান ঢাকার আরমানিটোলায়।
আসামি আটক, পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে
রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে নূরবক্স রোডের রৌশান ভিলা থেকে বর্ষাকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিকুল ইসলাম বলেন,

“জোবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। তদন্ত চলছে।”

শিক্ষার্থীদের বিক্ষোভ
ঘটনার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁতীবাজার মোড় অবরোধ করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
ময়নাতদন্ত ও পটভূমি
রাত ১০টা ৫০ মিনিটে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
জোবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য।
গত এক বছর ধরে তিনি বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...