26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

পরিচালকের বান্ধবী–স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া আহসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
অভিনয় জগতে প্রতিভা ও ব্যক্তিত্ব দিয়ে দুই বাংলার দর্শকের হৃদয় জয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পী এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। কিন্তু দেশে তাকে দেখা যায় তুলনামূলকভাবে খুব কম—এর কারণ কী?
সম্প্রতি এক পডকাস্টে এ প্রশ্নের জবাব দিয়েছেন জয়া আহসান। জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্রে তিনি নিজের মতো করে কাজের সুযোগ পাচ্ছিলেন না। জয়ার ভাষায়,
“তখন বাংলাদেশে আমি কাজ  করতে পারি, সে রকম কিছু পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি ভালোবাসা থেকেই কলকাতায় গিয়েছি।”
এরপরই তিনি বলেন আরও স্পষ্টভাবে—
“বাংলাদেশে একটা সমস্যা আছে। পরিচালকের হয় বান্ধবী থাকে, না হয় স্ত্রী। এটা আমার পক্ষে সম্ভব না। এসবে আমি যাইনি, যাবও না। তাই হয়তো আমাকে আলাদা হতে হয়েছে।”
জয়া জানান, কলকাতায় গিয়ে তিনি উল্টো অভিজ্ঞতা পেয়েছেন। সেখানে আউটসাইডার হয়েও তাকে সম্মান দেওয়া হয়েছে, এমনকি তার জন্য আলাদা গল্প ও চরিত্র তৈরি করা হয়েছে।
নারীকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে এখনো অনেক পরিচালক ভয় পান বলেও মন্তব্য করেন তিনি। জয়ার মতে, প্রকৃত শিল্পীকে নিয়েই তৈরি হতে পারে সেরা গল্প।
বর্তমানে তিনি অভিনয় করেছেন বাংলাদেশ–ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ফেরেশতে–তে, যার পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ।
এক কথায়, জয়া আহসান শুধু একজন অভিনেত্রী নন—তিনি এমন এক সাহসী শিল্পী, যিনি নিজের মর্যাদা ও নীতির সঙ্গে আপস করেননি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...