- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
শিক্ষার কোনো বয়স নেই, ইচ্ছাশক্তিই সবকিছু!
নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পাস করেছেন বাবা আব্দুল হান্নান ও মেয়ে হালিমা খাতুন
২৫ বছর আগে অসম্পূর্ণ পড়াশোনা আবার শুরু করে মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে এখন আলোচনায় এই অনুপ্রেরণাদায়ী জুটি।
হান্নান পেয়েছেন জিপিএ ৪.৩৩ আর মেয়ে হালিমা ৩.৭১
মেয়ের ভাষায় — “বাবার পড়াশোনার আগ্রহই আমাকে অনুপ্রাণিত করেছে।”
তাদের লক্ষ্য এখন একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়া!

