ইন্দোনেশিয়ায় এক ব্যতিক্রমী বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ বিয়ে করেছেন ২৪ বছরের এক তরুণীকে—আর মোহরানা হিসেবে দিয়েছেন ২ কোটি ২২ লাখ টাকা!
বিয়ের পরই ঘটনাটি বিতর্কে জড়িয়ে পড়ে, কারণ নবদম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তারা ফটোগ্রাফারের পারিশ্রমিক না দিয়েই উধাও হয়ে গেছেন। এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব জাভা প্রদেশের পাসিতান রিজেন্সিতে, ১ অক্টোবর। বর তারমান, কনে শেলা আরিকা। বিয়ের অনুষ্ঠানে তারমান ঘোষণা দেন, তিনি কনেকে তিন বিলিয়ন রুপিয়া (প্রায় ২ কোটি ২২ লাখ টাকা) মোহরানা দিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল ভেন্যুতে বর যখন ওই চেক প্রদর্শন করেন, অতিথিরা উল্লাসে ফেটে পড়েন। এমনকি উপহার নেওয়ার বদলে বরপক্ষ অতিথিদের নগদ অর্থও দিয়েছেন বলে জানা যায়।
তবে অনুষ্ঠান শেষে ফটোগ্রাফি সংস্থা অভিযোগ করে, নবদম্পতি তাদের টাকা না দিয়েই গা-ঢাকা দিয়েছেন। এমনকি গুজব উঠেছে, বর কনের পরিবারের মোটরসাইকেল নিয়েও পালিয়ে গেছেন এবং চেকটি নকল ছিল!
যদিও তারমান দাবি করেছেন, সব অভিযোগ মিথ্যা—চেকটি আসল এবং তারা পালাননি, বরং হানিমুনে গেছেন।
সামাজিক মাধ্যমে এই বিয়ে নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। কেউ লিখেছেন, “এটা কি ভালোবাসা, না টাকার প্রেম?”