18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক ;
বয়সকে হার মানিয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হলো তার।
এই অভিষেকে আসিফ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। তার চেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল শুধু মিরান বখশ (৪৭ বছর ২৮৪ দিন) ও আমির ইলাহির (৪৪ বছর ৪৫ দিন)। তারপরই আছেন আসিফ আফ্রিদি
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিলেন আসিফ। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৫৭ ম্যাচে ১৯৮টি উইকেট শিকার করেছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট ১৩ বার এবং ম্যাচে দশ উইকেট দুইবার নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে রাওয়ালপিন্ডিতে মাঠে নেমে অবশেষে পূরণ করলেন দীর্ঘদিনের স্বপ্ন—টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্বের গৌরব।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...