হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এমিরেটসের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। এতে বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার মাত্র দুই মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারীদের ভাষ্য, বিমানটি আঘাতের পর দ্বিখণ্ডিত হয়ে যায়, যার একটি অংশ সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এমিরেটসের ফ্লাইট ইকে ৯৭৮৮, বোয়িং ৭৪৭–৪৮১ মডেলের এ বিমানটি দুবাই থেকে হংকংয়ে এসেছিল। এটি তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটির মালিকানাধীন।
বিমানটিতে থাকা চারজন ক্রু সদস্য সবাই বেঁচে আছেন। দুর্ঘটনার পর তারা দরজা ভেঙে বেরিয়ে আসেন এবং পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং এ ঘটনায় অন্য কোনো ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়নি।