চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন তাঁর মা নীলা চৌধুরী। আদালতের রায় শোনার পর লন্ডন থেকে ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবির—আল্লাহু আকবর!”
সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন।
রায়ের পর নীলা চৌধুরী বলেন,
“যারা হত্যা মামলার সঠিক তদন্ত করেননি—পিবিআইয়ের বনজ কুমার, পিপি আবু আব্দুল্লাহ—তাদেরও বিচার চাইব। কেন তারা মামলাটিকে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করেছিল, সেটিরও জবাব চাই।”
তিনি আরও বলেন,
“আমার ছেলে আত্মহত্যা করেনি। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ৩০ বছর আল্লাহ আমাকে জিইয়ে রেখেছেন এই সত্য প্রকাশের জন্য।”
নীলা চৌধুরী আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “যাদের নাম স্বীকারোক্তির মাধ্যমে এসেছে, তারা যেন দেশ ছাড়তে না পারে।”
আদালতে উপস্থিত সালমান শাহর মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম বলেন,
“আল্লাহর কাছে শুকরিয়া। আমরা প্রমাণ করব, এটি আত্মহত্যা নয়—একটি হত্যাকাণ্ড। আজকের রায়ে আমরা সন্তুষ্ট।”
তিনি আদালত প্রাঙ্গণে আল্লাহর দরবারে সেজদাহ দেন ও মোনাজাত করেন।
পটভূমি
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পুলিশ শুরুতে এটিকে ‘আত্মহত্যা’ হিসেবে নথিভুক্ত করে। এরপর সালমানের বাবা কমর উদ্দিন আহমদ ১৯৯৭ সালে হত্যার অভিযোগে মামলা করেন।
তিন দফা তদন্তে (সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, ও পিবিআই) সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, পরিবার বরাবরই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা।
সর্বশেষ, সালমানের মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানি শেষে আদালত রোববার এ মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।