হারারে টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। ব্রাড ইভান্সের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জবাবে দিনশেষে ২ উইকেটে ১৩০ রান তুলে ৩ রানের লিডে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক ৭৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু এরপরই ধস নামে ব্যাটিং লাইনআপে। মাত্র ৫০ রানে বাকি ৮ উইকেট হারায় দলটি।
ইব্রাহিম জাদরান ১৯, আব্দুল মালিক ৩০ এবং রহমানুল্লাহ গুরবাজ ৩৭ রান করে কিছুটা লড়াই করেন। বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বল হাতে দুর্দান্ত ছিলেন জিম্বাবুইয়ান পেসার ব্রাড ইভান্স, ৯.৩ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। মুজুরাবানি ৩ উইকেট শিকার করেছেন ৪৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৯ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বেন কারেন ও নিক ওয়েলসের ৯৭ রানের জুটি দলকে লিড এনে দেয়। ওয়েলস ৮৯ বলে ৪৯ রান করে আউট হন।
সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটারের পুত্র বেন কারেন ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রেন্ডন টেইলর ২১ বলে ১৮ রান করেন।