অভিনয়ের পাশাপাশি ফ্যাশনভাবনায়ও সবসময় আলোচনায় থাকেন জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত এই অভিনেত্রী পর্দার বাইরেও নিজের রুচিশীল উপস্থিতিতে ভক্তদের মুগ্ধ করে চলেছেন।
শাড়ির প্রতি জয়ার ভালোবাসা নতুন নয়। এর আগে কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে সবার নজর কাড়েন তিনি। সম্প্রতি আরেকটি রঙিন শাড়িতে প্রকাশিত হয়েছেন নতুন ফটোশুটে—যেখানে তার আভিজাত্য ও সরলতা মিলেছে একসঙ্গে।
ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলেন জয়া আহসান। তাই প্রতিবারই তার নতুন লুক নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেটিজেন মন্তব্য করেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।” আরেকজন লিখেছেন, “রঙিন শাড়িতে রূপের মায়া।” অনেকেই ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন নিজেদের মুগ্ধতা।