- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি এক হাজার টাকার বেশি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রবিবার (১৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হওয়া নতুন দামে আজ মঙ্গলবারও একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে।
সোনার নতুন দাম (ভরিপ্রতি)
-
২২ ক্যারেট: ২,১৭,৩৮২ টাকা
-
২১ ক্যারেট: ২,০৭,৫০৩ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭৭,৮৫৩ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪৮,০৭৫ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
রুপার দাম (ভরিপ্রতি)
-
২২ ক্যারেট: ৬,২০৫ টাকা
-
২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
-
১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা

