18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

ত্রিভুজ প্রেমের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ খুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসাইন (২৫) হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব। হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তার ছাত্রী ও প্রেমিকা বার্জিস শাবনাম বর্ষা, আর পরিকল্পনা বাস্তবায়ন করেন বর্ষার প্রথম প্রেমিক মাহির রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম জানান, হত্যার দিন বর্ষার ডাকে জোবায়েদ তার বাসায় পড়াতে গেলে মাহির ও তার বন্ধু ফারদীন আহমেদ আয়লান সেখানে উপস্থিত ছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে মাহির ছুরি বের করে জোবায়েদের গলায় আঘাত করে হত্যা করেন।
শেষ মুহূর্তে বর্ষাকে বলেছিলেন—“আমাকে বাঁচাও”
পুলিশ জানায়, ছুরিকাঘাতে আহত জোবায়েদ রক্তাক্ত অবস্থায় বর্ষার কাছে প্রাণভিক্ষা চাইলে বর্ষা বলেন,

“তুমি না সরলে আমি মাহিরের হতে পারব না।”
কিছু সময় পর অতিরিক্ত রক্তক্ষরণে জোবায়েদ মারা যান।

পরিকল্পনার শুরু ২৬ সেপ্টেম্বর থেকে
তদন্তে জানা গেছে, বর্ষা একই সঙ্গে মাহির ও জোবায়েদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মাহিরের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপর বর্ষা নিজেই হত্যার পরিকল্পনা সাজান। মাহিরের ব্যাগ থেকে কেনা ছুরি দিয়েই তিনি জোবায়েদকে খুন করেন।
বরগুনার মিন্নি ঘটনার সঙ্গে মিল
ডিএমপি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,

“এটি ছিল সম্পূর্ণ বর্ষার পরিকল্পনা। বরগুনার মিন্নি ঘটনার সঙ্গে এই হত্যার অনেক মিল রয়েছে। মেয়েটি একসঙ্গে দুই সম্পর্ক টানতে গিয়ে শেষ পর্যন্ত খুনের পথ বেছে নেয়।”

রাজনৈতিক কোনো যোগসূত্র নেই
তিনি আরও বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কজনিত। মাহিরকে গ্রেপ্তারে মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে পুলিশ তাকে আত্মসমর্পণে বাধ্য করেছে।
নিহত জোবায়েদের পরিচয়
জোবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র, কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্যও ছিলেন। সোমবার (২০ অক্টোবর) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...