19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

সালমান শাহর মাথায় কাপড় বাঁধার নেপথ্যে কারণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সামিরার কথায় সালমান শুধু স্টাইলিশ নায়কই ছিলেন না, ছিলেন খুবই আবেগপ্রবণ ও কোমল হৃদয়ের মানুষ।

“শুটিং সেটে কথায় কথায় কেঁদে ফেলত। ডলি জহুর আন্টি বা শাবানা ম্যাডাম আদর করলে চোখে পানি চলে আসত। তারা ইমনকে ছেলের মতো ভালোবাসতেন।”

এখান থেকেই বোঝা যায়, জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়কের অন্তর্গত মানুষটি ছিল অত্যন্ত মানবিক ও স্পর্শকাতর।
সালমান শাহর স্ত্রী সামিরা হক জানান—

“ইমনের (সালমান শাহ) সিনেমার জন্য কস্টিউম ডিজাইন আমি করে দিতাম। এখনো সিনেমাগুলোর ক্রেডিটে দেখলে ‘কস্টিউম ডিজাইনার সামিরা শাহ’ লেখা আছে।”

সামিরা বলেন, সালমানের মাথায় কাপড় বাঁধার স্টাইলও তাঁরই পরামর্শে তৈরি হয়।

“এক সময় ইমনের চুল পড়তে শুরু করে। তখন বলেছিলাম— চুল বড় রাখো, মাথায় কাপড় বাঁধো। সেই কাপড়গুলো ছিল আমার ওড়না। এরপর সিনেমায়ও সেই স্টাইল ব্যবহার করে।”

এই ছোট্ট আইডিয়াটিই পরে ‘সালমান শাহ লুক’ হিসেবে সমগ্র প্রজন্মে ছড়িয়ে পড়ে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...