19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে

জনপ্রিয়
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে পাঠানো হয়েছে। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ তহবিল গ্রহণের অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। এর মধ্যে তিন বছর কার্যকর কারাদণ্ড এবং দুই বছর স্থগিত রাখা হয়েছে।
আধুনিক ফ্রান্সের ইতিহাসে এটাই প্রথম ঘটনা, যেখানে কোনো সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির দায়ে বাস্তবিক অর্থে কারাভোগে গেছেন।
রায়ের বিবরণ
আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৭ সালের নির্বাচনী প্রচারে সারকোজি গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ অর্থ সহায়তা নিয়েছিলেন। এ তহবিল নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেন।
এছাড়া সারকোজিকে ১ লাখ ১৭ হাজার ডলার জরিমানাও গুনতে হবে।
বর্তমানে ৭০ বছর বয়সী সারকোজি প্যারিসের লা সান্তে কারাগারের আইসোলেশন শাখায় রয়েছেন। যদিও তিনি ইতোমধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
ঘটনার পেছনের ইতিহাস
নিকোলাস সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
তার শাসনামলের প্রথম দিকে, ২০০৭ সালের ডিসেম্বর মাসে, গাদ্দাফিকে প্যারিস সফরে আমন্ত্রণ জানানো হয়। পাঁচ দিনের সফরে গাদ্দাফিকে রাজকীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছিল।
২০১১ সালে গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকেই ফরাসি গণমাধ্যমে অভিযোগ ওঠে, গাদ্দাফি সারকোজির প্রচারে অর্থ দিয়েছিলেন।
প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন মিডিয়া ‘মিডিয়া পার্ট’। এরপর ২০১২ সালে তদন্ত শুরু হয়।
তদন্তের অগ্রগতি ও প্রমাণ
২০১৫ সালে তদন্তকারীরা সারকোজির ঘনিষ্ঠ সহচর ক্লোদ গেয়াঁর ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ ইউরো জমার তথ্য পান।
গেয়াঁ দাবি করেন, এটি দুটি পুরনো চিত্রকর্ম বিক্রির টাকা।
তবে ২০২২ সালে আদালত নিশ্চিত করে, ওই অর্থ লিবিয়ার গাদ্দাফি-নিয়ন্ত্রিত তহবিল থেকে পাঠানো হয়েছিল।
প্রায় এক দশক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে ২০২৩ সালের আগস্টে প্রসিকিউটররা সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর অনুমতি দেন। একই মামলায় সারকোজির সময়ের আরও তিনজন মন্ত্রীকেও আসামি করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...