18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গুম ও অপহরণের অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (তারিখ) সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বুধবার সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রসিকিউশন জানান, তিন মামলার আনুষ্ঠানিক অভিযোগের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত পলাতক আসামিদের হাজিরে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং গুমসংক্রান্ত মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর নির্ধারণ করেন।
এদিকে, শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কাকরাইল, মৎস্য ভবন, পল্টনসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সূত্র জানায়, ট্রাইব্যুনাল সম্প্রতি দাখিল হওয়া অভিযোগপত্র গ্রহণের পর সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...